ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও উঁচু জোয়ারে দেশের উপকূলের বেশির ভাগ জেলা প্লাবিত হয়েছে। এতে বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে। বাড়িতে জোয়ারের পানি ওঠায় কয়েক লাখ মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। পূর্বপ্রস্তুতি না থাকায় হঠাৎ এই বন্যায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
দুই দিন ধরে চলা এই প্লাবনকে স্বল্পস্থায়ী বন্যা বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, আজ রোববারের মধ্যে এই পানি নামতে শুরু করবে। কাল সোমবারের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে। এই সময়ের মধ্যে বৃষ্টিও কমে আসতে পারে। ৫৬ দিন ধরে উজান থেকে আসা ঢলের পানিও এই সময়ের মধ্যে পুরোপুরি নেমে যেতে পারে।