শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭:২৮

আবারও বিশ্বজুড়ে একদিনে দুই লাখের বেশি আক্রান্ত

Corona world

প্রাণঘাতী করোনা ভাইরাসের মরণ থাবায় বিশ্বের ক্ষমতাসীন দেশগুলোসহ ২১৫ দেশ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মহামারির প্রকোপ দিন দিন কমার তুলনায় বৃদ্ধি পেয়েছে আরও কয়েকগুণ। বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখের বেশি। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার ৬৭০ জন মানুষ। এদিকে, বিশ্বজুড়ে মোট মৃত্যু ৮ লাখ ৫০ হাজার জন পার হয়েছে। সেখানে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ১৮২ জন মানুষ।

মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-ব্রাজিল; দু’দেশেই রোববার (৩০ আগস্ট) প্রাণহানি নেমে আসে ৪শ’র নিচে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পৌনে ৬২ লাখ মানুষ। কোভিড নাইনটিনে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত পৌনে ৩৯ লাখ। মৃত্যুতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা’সহ লাতিন আমেরিকার দেশগুলোতে। জুনের পর প্রথম রেকর্ড ১৭শ’র বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত ফ্রান্সে। সংক্রমণে ৪র্থ অবস্থানে থাকা রাশিয়া আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯০ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৩ জনের।

© Alright Reserved 2020, The Morning Telegraph