বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:২৫

করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদন

করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অ্যান্টিবডি টেস্ট এই মুহূর্তে অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিগগিরই দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে। তবে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়া হবে না। সরকারি হাসপতালে যেখানে ল্যাব আছে; সেখানে সীমিত আকারে অ্যান্টিজেন টেস্ট করা হবে।

তিনি বলেন, করোনার জন্য নির্ধারিত কিছু হাসপাতালকে নন কোভিড হাসপাতাল ঘোষণা করা হবে। এগুলোতে এখন অনেক আসন ফাঁকা থাকছে।

তিনি বলেন, করোনার জন্য নির্ধারিত কিছু হাসপাতালকে নন কোভিড হাসপাতাল ঘোষণা করা হবে। এগুলোতে এখন অনেক আসন ফাঁকা থাকছে।

ভ্যাকসিনের বিষয়ে মন্ত্রী বলেন, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ভ্যাকসিন আবিষ্কার করছে। এসব দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। যাদের ভ্যাকসিন আগে আসবে,  সাশ্রয়ী ও সহজে পাওয়া যাবে, তাদের কাছ থেকে ভ্যাকসিন নেওয়া হবে।

© Alright Reserved 2020, The Morning Telegraph